মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২২ এপ্রিল ২০২৫ তারিখ মঙ্গলবার মধ্যরাত ৩ টায় কোস্ট গার্ড স্টেশন গজারিয়া এবং পাগলা কর্তৃক গজারিয়ার জেলার মুন্সিগঞ্জ থানাধীন কালিরচরের গুয়াগাছিয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১ টি বাল্কহেড ও ১ টি ড্রেজারসহ ২ জনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের বিবরণঃ
মোঃ আঃ রব (৪০) লক্ষীপুর ও আকতার হোসেন (২৮) নোয়াখালী জেলার বাসিন্দা।
আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত বাল্কহেড ও ড্রেজারের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গজারিয়া উপজেলার নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন অঞ্চল সমূহের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।