রবিবার ১১ মে ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ মে ২০২৫ তারিখ শনিবার রাত ৭ ঘটিকায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী এবং পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালী সদরের পুরাতন টিউবঅয়েল অফিস সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ টাকা।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পটুয়াখালী পরিবেশ অধিদপ্তর কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান এর নিকট ধ্বংস করার জন্য হস্তান্তর করা হয়।